বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১, মৃত্যু এক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৯:৪৮ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৫৪

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২২ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৯০১ জনে।  এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৮ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৬৯৩ জন। শুক্রবার  (৩০ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। জেলায় আক্রান্তের পরিমান কিছুটা কমলেও ঝুকি এখনো রয়েছে। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত