বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৮ জনকে জরিমানা
প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৯:২১ | আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৩
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৬টি মামলায় ৬৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অর্থদন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৫৫ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও উপজেলা ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এর আগে লকডাউনের প্র্রথম দুই দিনে ১৩৫ জনকে এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্য বিধি না মানায় জরিমানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও মাস্ক বিতরণ ও করছে জেলা প্রশাসন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। এজন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত