বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “ আমাদের বঙ্গবন্ধু”চলচ্চিত্র প্রদর্শণ
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৯:১৬ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:০৮
বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে “ আমাদের বঙ্গবন্ধু” নামক একটি স্বল্প ধৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শণ করা হয়েছে। বগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (২০ ডিসেম্বর) বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এই চলচ্চিত্রটি প্রদর্শণ করা হয়। ত্রিশ মিনিটের এই চলচ্চিত্রে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
চলচ্চিত্র প্রদর্শণ শেষে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গন সংযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মেহেদী হাসান, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিত শিকদার, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত