বাগেরহাটে সফল কৃষকদের মাঝে সমবায় সনদ বিতরণ 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২২, ১৯:৫২ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ২০:০৮

বাগেরহাটে সফল কৃষকদের মাঝে সমবায় সনদ বিতরণ করা হয়েছে। বিভিন্ন কৃষক সমিতির সদস্যদের পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সিআইজি কংগ্রেস শেষে কৃষকদের মাঝে এই সনদ বিতরণ করা হয়। রবিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো. মোতাহার হোসেন।   

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্টানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাতসহ উপকরিভোগীরা উপস্থিত ছিলেন।  

এদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রামের আওতায় কৃষিক্ষেত্রে সফলতা অর্জনকারী ১০০ জন কৃষককে সমবায় সনদ বিতরণ করা হয়।  


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত