বাগেরহাটে সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু
প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২১, ১৯:০৪ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:০৭
বাগেরহাটে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে পাঁচদিন ব্যাপি এই প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকার সহকারি বিশেষজ্ঞ মোঃ আবু তারেক সিদ্দিকী, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামীম হোসাইনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষনে বানিজ্য মন্ত্রণালয়ের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেছেন। এর আগেও বানিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে আরও দুটি ব্যাচের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত