বাগেরহাটে বিনামুল্যে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১০:২৫ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৮

বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্বরে “ আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বিাহী কর্মকর্তা মো. মুছাব্বেরুল ইসলাম। 

এসময়, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, কৃষি স¤প্রসারন কর্মকর্তা নুরে জান্নাত, মোহাম্মদ ইয়ার আলীসহ  উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি উপকার ভোগীরা।

বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা জানান, বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে ১০৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামুল্যে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজী আমনের বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়। এছাড়া তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সদর উপজেলার বেমরতা এলাকায় কৃষকদের একটি পাওয়া টিলা বিতরণ করা হয়। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত