বাগেরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুর্থ দিনে বাগেরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ সেপ্টে¤॥^র) সকালে জেলা বিএনপি’র উদ্যোগে এবং জেলা কৃষক দলের আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ সালাম,সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জেলা কৃষকদলের আহবায়ক আসাউদ্দৌলা জুয়েল, সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান মিনা, আযুব আলী মোল্লা বাবু প্রমুখ।এ সময় এম.এ সালাম বলেন, বাংলাদেশ জিন্দাবাদ, গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ এই অঙ্গীকারকে ধারণ করেই বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায়ও অবদান রাখতে চাই।বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা বিএনপি ও কৃষক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত