বাগেরহাটে প্রতারক আটক

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১৮:৪০ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:১২

বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে জাল দাখিলা জমা দিয়ে জমির নামজারি (মিউটেশন) করতে গিয়ে আটক হয়েছেন মানিক উদ্দিন (৪৮) এক প্রতারক। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসে মানিক উদ্দিন ১ একর ৪ শতক জমির নামজারি করতে জাল কাগজপত্র জমা দেন। বিষয়টি যাচাই বাছাই কালে দাখিলাটি জাল হিসেবে ধরা পড়ে। এসময়ে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদুল ইসলাম জমির নামজারি করতে আসা প্রতারত মানিক উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মানিক উদ্দিন বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের বারুইডাঙ্গা গ্রামের ছহির উদ্দিনের ছেলে। এঘটনায় বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিস প্রতারক মানিক উদ্দিনকে আসামী করে বিকালে থানায় মামলা দায়ের করেছে। 

বাগেরহাট সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোচ্ছাবেরুল ইসলাম জানান, মানিক উদ্দিন নামের এক জমির মালিক বুধবার তার ক্রেয়কৃত ১ একর ৪ শতক জমির নামজারি করতে কাগজপত্র সদর উপজেলা ভূমি অফিসে জমা দেন। দুপুরে ওই কাগজপত্র যাচাই বাছাই কলে দাখিলাটি জাল হিসেবে ধরা পড়ে। এসময়ে বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদুল ইসলাম পুলিশ প্রতারককে পুলিশের কাছে হস্তান্তর করেন। এঘটনায় বাগেরহাট সদর উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মো. মশিউর রহমান বাদী হয়ে মানিক উদ্দিনকে আসামী করে বুধবার বিকালে সদর থানায় মামলা দায়ের করেছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত