বাগেরহাটে দুমড়ে মুচড়ে গেছে মেরিনের প্রশিক্ষণ গাড়ি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৮
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে চলমান স্কিল-২১ প্রকল্পের প্রশিক্ষণ গাড়ি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে।সোমবার (১৯সেপ্টেম্বর) বিকেলে এক দূর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে গাড়িটি কিভাবে বা কে চালাতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এর সঠিক কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
পেশাদার চালক তৈরির লক্ষ্যে ২০২১ সালের শেষের দিকে স্কিল-২১ প্রকল্পের অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে দুটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকে প্রশিক্ষণ কাজে গাড়ি দুটি ব্যবহৃত হচ্ছিল।বৃহস্পতিবার গাড়ি চালানোর প্রশিক্ষক সাকিবুল হাসান ছুটিতে যায়। এরপর ওই গাড়িটি মেরিনের একজন ইন্সট্রাকটর অভিষেক সরকারের দায়িত্বে ছিল।ছুটি থেকে এসে প্রশিক্ষক গাড়িটি দুমড়ে-মুচড়ে অবস্থায় কাপড় দিয়ে আবৃত দেখতে পান। মেরিনের বিভিন্ন সূত্রের সাথে কথা বলে দূর্ঘটনার ভিন্ন ভিন্ন কারণ জানাযায়। কেউ বলছে ছাত্ররা ক্রিকেট খেলার জন্য সরাতে যেয়ে দেয়ালে আঘাত করেছে। তবে ছাত্রদের নাম বলতে রাজি হননি, দায়িত্বশীল কোন কর্তৃপক্ষ। আবার কেউ বলছে আব্দুল ওয়াদুদ নামের একজন ইনস্ট্রাক্টর চালাতে যেয়ে দূর্ঘটনা ঘটিয়েছেন।
ইনস্ট্রাক্টর আব্দুল ওয়াদুদ বলেন, আমি গাড়িটি চালাইনি। আমার দ্বারা গাড়িটি ক্ষতিগ্রস্থও হয়নি। একজন শিক্ষার্থী গাড়িটি সরাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটিয়েছে।
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হক বলেন, শুনেছি একজন শিক্ষার্থী গাড়িটি ভেঙ্গেছে। তবে কোন শিক্ষার্থী তা জানাতে পারেননি তিনি। এছাড়া সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত