বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৫ মে ২০২৫, ১৯:০৮ |  আপডেট  : ৫ মে ২০২৫, ২২:১২

বাগেরহাটে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা। সোমবার (০৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সভাপতি অমিত রায়,সাধারণ সম্পাদক এফএম জাহাঙ্গীর হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাস, আবুল বাশার, ইমতিয়াজ শাওন প্রমুখ।

বক্তারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীরা রাত দিন কষ্ট করে। তাদের পদোন্নতি, বেতন ভাতায় নানা অসংগতি রয়েছে। এসব সমাধান করা এখন সময়ের দাবি। অতিদ্রুত সরকার আমাদের দাবি মেনে নিবে বলে আশা করি।

দাবিগুলো হচ্ছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করে পদস্থান আদালত ও ট্রাইব্যুনাল সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা। জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত