ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ধ্বংস হয়ে যেতে পারে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২৫, ১৮:১৮ |  আপডেট  : ৫ মে ২০২৫, ২২:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিকে বড়সড় বিপদের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় এসেছে। আত্মতুষ্টি ও পাপ্পারাজ্জি-সংস্কৃতি ছেড়ে বাস্তব সংকটের বিরুদ্ধে লড়তে হবে।’

ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযোজিত যেকোনো সিনেমা মুক্তির ক্ষেত্রে দিতে হবে ১০০ শতাংশ কর। যদিও এই নিয়ম কবে থেকে কার্যকর হবে, তা এখনো জানানো হয়নি।

বলিউডের অনেক সিনেমা মার্কিন বাজারসহ বিশ্বজুড়ে মুক্তি পায় এবং তা থেকে উল্লেখযোগ্য আয় হয়। ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে সে লাভে বড় ধাক্কা লাগতে পারে। ফলে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের সিনেমা নির্মাতাদের কপালে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত