আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না: উপদেষ্টা মাহফুজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২৫, ১৬:৪৯ |  আপডেট  : ৫ মে ২০২৫, ২০:১৬

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের কিছু সংবাদমাধ্যমের প্রতি কড়া বার্তা দিয়ে বলেছেন, “আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন কইরেন না।”

সোমবার (৫ মে) তথ্য অধিদপ্তরের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের শিরোনাম ছিল “ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন”।

মাহফুজ আলম বলেন, “কয়েকটি পত্রিকা ‘জুলাই অভ্যুত্থান’ না লিখে ‘জুলাই আন্দোলন’ লিখছে। তারা লেখে ‘ক্ষমতার পটপরিবর্তনের পরবর্তী সরকার’। এর অর্থ দাঁড়ায়, শহীদ দুই হাজার মানুষ যেন কিছুই না! যেন এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, যেখানে হাসিনাকে উৎখাত করা হয়েছে। সংবাদমাধ্যমের এমন ভাষাচয়ন শহীদদের প্রতি অসম্মান।”

তিনি আরও যোগ করেন, “এই সব সংবাদমাধ্যম বন্ধ করা হয়নি বলে তারা ভাবছে যা খুশি লিখতে পারে। কিন্তু ভুলে গেলে চলবে না, জনগণ এবং শহীদ পরিবারের নজরেও আপনারা আছেন। সাহস কোথা থেকে পান এসব লিখতে? সবকিছু আপনারা নিজের চোখে দেখেছেন।”

রাজনীতিকরণকে সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এটাই সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস।”

অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া ২৬৬টি মামলার মধ্যে ৭৪টি মামলা হয়রানিমূলক, যার মধ্যে ২৯টি ব্যক্তিগত। তিনি বলেন, “সরকার চাইলে এসব মামলা প্রত্যাহার সম্ভব।” এছাড়া চারটি মামলা করা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার শাসনকালের ঘটনায়, বাকিগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।

সেমিনারে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, এবং সাপ্তাহিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত