বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:২০ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০:০৮

বাগেরহাটের ভট্রখামার এলাকার ১৮নম্বর রেল ব্রিজে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাদ দিয়ে মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এস এম মনির আহমেদ জানান, খুলনা-মোংলা রেল লাইনের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার ১৮ ন¤\^র রেল সেতুর পাশে নিয়াম মিনাসহ চারজন লোক দাড়িয়ে ছিলেন। চলন্ত ট্রেনটিদ্রæত সময়ে চলে আসলে তিনজন পাশে নেমে যায়। অপর ব্যাক্তি নিয়াম দৌড়ে সেতু পাড় হওয়ার চেষ্টা ব্যার্থ হয়। সেতু পার হওয়ার আগেই দ্রæত গতির ট্রেনের নিচে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই নিয়ামের মৃত্যু হয়। নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে। তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিয়ামের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত করা হয়নি। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত