বাগেরহাটে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৮ |  আপডেট  : ৫ মে ২০২৪, ০১:৫৬

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ শুরু হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

 এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকিসহ খেলোয়ার ও আয়োজকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পূর্বে সকলকে মাদক থেকে দূরে থাকার শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।

উদ্বোধনী ম্যাচে রামপাল উপজেলা ফুটবল দলকে হারিয়ে বাগেরহাট সদর উপজেলা ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়েছে। এই টুর্নামেন্টে বাগেরহাট জেলার ৯টি উপজেলা দলের অংশগ্রহণে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত