বাগেরহাটে করোনা আক্রান্ত ১২৩, মৃত্যু একজনের

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৯:৪০ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ১৭:৩৬

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২৫১ জনের নমুনা পরিক্ষায় নতুন করে ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে আক্রন্তের হার দাড়িয়েছে ৪৯ শতাংশে। এই সময়ে মারা গেছে একজন। এই নিয়ে বাগেরহাটে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫১৩ জনে। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪৬৫ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৬১ জন। বৃহস্পতিবার(০১ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪০ জন, মোাল্লাহাটে ১৫, চিতলমারীতে ১, কচুয়ায় ৮, ফকিরহাটে ৩২, মোংলায় ১১, মোড়েলগঞ্জে ১৩ এবং শরণখোলায় ৩ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় বাগেরহাটে ১২৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে একজন। এই পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত