বাগেরহাটে অসহায়দের জন্য সোনালী ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ১৯:২৬ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ২৩:৫৪

বাগেরহাটে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে কর্মহীন খেটে খাওয়া অসহায়  ও দুঃস্থ মানুষদের আর্থিক সহায়তা দিয়েছে সোনালি ব্যাংক লিঃ। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে  বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের কাছে অসহায়দের জন্য ৬ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন সোনালী ব্যাংক লিঃ, বাগেরহাটের এজিএম সেখ আল মামুন। এ সময় সোনালী ব্যাংক লিঃ এর এসপিও আহসান আলী উপস্থিত ছিলেন।

এজিএম শেখ আল মামুন বলেন, করোনার কারনে লকডাউনে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্টিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিঃ সিআরএস বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলায় ৩২৫ জন মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে এ সহায়তা দেয়া হচ্ছে। যা আগামি বৃহস্পতিবার থেকে শুরু করে ১৬ আগষ্টের মধ্যে দেয়া সম্পন্ন হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত