বাংলাবাজার নৌরুটে ফেরি থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে ৫ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২১, ১৫:২৫ |  আপডেট  : ২৯ আগস্ট ২০২৪, ০৯:৩০

মাদারীপুরের বাংলাবাজারে ফেরি থেকে নামতে গিয়ে পৃথক ঘটনায় পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে পৃথক ঘটনা দুটি ঘটে।

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে একজন মারা যান।

পুলিশ ও ঘাট সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি রো রো ফেরি রওনা হয়। ফেরিটি বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩ নম্বর  পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যাত্রীদের উপচে পড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কলিকাপ্রসাদ এলাকার গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। আচনুর তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত