বদলে গেলো ফেডারেশন কাপের সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪, ১৫:১৮ | আপডেট : ২ এপ্রিল ২০২৫, ০৩:৫০

বদলে গেল ফেডারেশন কাপের সেমিফাইনাল ও ফাইনাল ভেন্যু। এছাড়া, দুই মাস আগে নতুন মৌসুম শুরুর ঘোষণা দিল পেশাদার লিগ কমিটি।
বুধবার কমিটির ভার্চুয়াল সভায় ১ জুন থেকে দলবদল শুরুর মধ্য দিয়ে ২০২৪-২৫ মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২৯ মে পাঁচ ভেন্যুতে একই সময়ে ৫ ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ। তারও আগে ২১ মে ফেডারেশন কাপ ফাইনাল, যেটি হওয়ার কথা ছিল গোপালগঞ্জে।
কিন্তু বুধবারের সভায় ফাইনালের তারিখ ঠিক রেখে ময়মনসিংহে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আর দুই সেমিফাইনালের প্রথমটি মুন্সিগঞ এবং দ্বিতীয়টি হবে গোপালগঞ্জে। এছাড়া, বুধবারের সভায় চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর অনূর্ধ্ব ১৬ এবং ১৮ লিগের দলবদলের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে। শীর্ষ লিগগুলোর ট্রফি এবং মেডেলের ডিজাইনেও পরিবর্তন আসছে।
এএফসির নতুন ক্লাব ফরম্যাটের সবশেষ ধাপ এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এর আগে সদ্য বিলুপ্ত এএফসি কাপে চারবার অংশ নিয়েছিল কিংস। এর মধ্যে একটি টুর্নামেন্ট করোনার কারণে বাতিল হয়। বাকি তিনবার কাছে গিয়েও গ্রুপসেরা হতে পারেনি তারা। এবার অবশ্য সেই সমস্যা থাকছে না। ১ জুন দলবদল শুরু হলে তাদের সুযোগ থাকবে অন্য দেশের উন্মুক্ত ফুটবলারদের সঙ্গে যোগাযোগের।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত