বছরে দু’বার ভর্তির সুযোগ চালু হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে
প্রকাশ: ১১ জুন ২০২৪, ১৫:৫৯ | আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৩:৫৩
উন্নত বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের বছরে দু’বার ভর্তির সুযোগ চালু হতে যাচ্ছে। দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে বলেও জানা গেছে।
ভারতের ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার দেশটির বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) এই তথ্য নিশ্চিত করে বলেছেন, চলতি ২০২৪-’২৫ সেশন থেকেই শুরু হতে যাচ্ছে এই সুযোগ। আগামী জুলাই-আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে প্রথমবার এবং ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে একই সেশনে দ্বিতীয়বার ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
পিটিআইকে জগদীশ কুমার বলেন, ‘যদি ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দু’বার শিক্ষার্থী ভর্তির সুযোগ খোলা হয়, তাহলে তা শিক্ষার্থীদের জন্য উপকারী হবে বলে মনে করে ইউজিসি। কারণ যেসব শিক্ষার্থী জুলাই-আগস্ট সেশনে ভর্তি হতে পারেনি, তারা জুলাই-আগস্ট মাসে ভর্তির সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গ্যাপ কমে আসবে।’
তিনি আরও বলেন, ‘তাছাড়া আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষার্থীরা একধরনের মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন। একবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারালে আবার এক বছর অপেক্ষা করতে হবে— এটি তাদের দুশ্চিন্তার একটি বড় কারণ। বছরে একই সেশনে দুবার ভর্তির সুযোগ থাকলে শিক্ষার্থীদের ওপর থেকে এই চাপ অনেকটাই লাঘব হবে বলে আমরা মনে করি।’
এছাড়া বছরে দু’বার ভর্তির সুযোগ চালু হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোও তাদের অবকাঠামো সমৃদ্ধ করতে মনযোগী হবে, যেমন ফ্যাকাল্টি, ল্যাব, ক্লাসরুম ইত্যাদি। ফলে সার্বিকভাবে দেশের উচ্চাশিক্ষায় একটি বড় গতি তৈরি হবে বলে মনে করেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আর একটি বড় ব্যাপার, উন্নত বিশ্বের সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে এক সেশনে বছরে দু’বার ভর্তির সুযোগ রয়েছে। ফলে সামর্থ্যবান শিক্ষার্থীদের অনেকেই দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিস করলে বাইরের দেশে পাড়ি জমায়। যদি আমদের এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দু’বার ভর্তির সুযোগ চালু হয়, তাহলে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবণতা খানিকটা হলেও কমবে।’
সূত্র : এনডিটিভি
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত