বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মাগুরা জেলা

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:১৫ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৩

বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা মহিলা দল। ফাইনাল খেলা নারায়নগঞ্জ মহিলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা ডা. গোলাম সরোয়ার প্রমূখ। 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাগুরা, রানার্সআপ নারায়নগঞ্জ এবং স্বাগতিক মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জসহ মোট ৮টি জেলা অংশগ্রহণ করে। গত ২৫ ডিসেম্বর একই স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়। ফাইনাল খেলায় রেফারী দায়িত্ব পালন করেন সোহানা খাতুন, সহকারী রেফারী আফসানা, মিথিলা এবং তৃতীয় রেফারী মুবাশ্বেরা। 

টুর্নামেন্টটি ব্যবস্থাপনা করে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন, আয়োজনে ছিল মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতায় ছিল মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত