বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪ |  আপডেট  : ২ মে ২০২৪, ০৫:১১

ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন ওবায়দুল হাসান। ঘুরে দেখেন জাতির পিতার স্মৃতি বিজড়িত জাদুঘর।

পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। তা রক্ষার দায়িত্ব সব বিচারকের।

এর আগে বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় নথি স্বাক্ষর করেন ওবায়দুল হাসান। ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর ওবায়দুল হাসানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রীতি অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব শুরু হলো নবনিযুক্ত এই প্রধান বিচারপতি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত