বগুড়া-৩ আসনে ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১৮:৩৭ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও স্বতন্ত্র সহ মোট ১৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিন পর্যন্ত মোট ১৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আদমদীঘি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ৩৮ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও স্বতন্ত্র সহ মোট ১৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। 

মনোনয়ন পত্র সংগ্রহকারীরা হলেন সংসদ সদস্য জাতীয় পার্টির এ্যাড. নূরুল ইসলাম তালুকদার, আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, তৃণমূল বিএনপির আব্দুল মোতালেব, জাসদের আব্দুল মালেক সরকার, বাংলাদেশ কংগ্রেসের তাজউদ্দিন মন্ডল, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপিএফ) এর আফরিনা পারভীন, স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি অজয় কুমার সরকার, এরশাদুল হক টুলু, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস স্বাধীন ফিরোজ, নজরুল ইসলাম, জাকারিয়া হোসেন, আফজাল হোসেন, জামিলুর রশিদ তালুকদার, খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। 


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত