বগুড়া-৩ আসনে বিএনপি’র সবুজ সংকেত পেলেন আব্দুল মহিত তালুকদার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৩০ | আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৮

আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জন্য বিএনপি থেকে সবুজ সংকেত পাওয়ার দাবি করেছেন আব্দুল মহিত তালুকদার। আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা বিএনপি’র বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বুধবার থেকে বগুড়ার সাতটি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপি’র সম্ভব্য প্রার্থীদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবুজ সংকেত পাওয়া আব্দুল মহিত তালুকদার জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাঁকে এলাকায় কাজ করার জন্য বলেছেন। তার মত বগুড়ার আরো পাঁচটি আসনে যাদের সাথে তারেক রহমান কথা বলেছেন তাদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে। বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-১ আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে অধ্যক্ষ মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ রহমান এবং বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজের নাম এসেছে।
আব্দুল মহিত তালুকদার এলাকার একটি জনপ্রিয় রাজনৈতিক পরিবার। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার এই আসনে বিএনপি থেকে পর পর তিন বার এবং বড় ভাই মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা একই দল থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আব্দুল মহিত তালুকদার উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান ও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত। তার বাবার নাম মরহুম আব্দুল মজিদ তালুকদার এবং গ্রামের বাড়ি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে। আব্দুল মহিত তালুকদার একজন সফল মাছ ব্যবসায়ী এবং সৎ মানুষ হিসেবে এলাকায় যথেষ্ঠ সুনাম ও খ্যাতি রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত