বগুড়া জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মুকুল মিঞা নির্বাচিত
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৯:২৫ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০২:৩২
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা (অটোরিকশা) ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোত্তারিন জাহিদ সরকার (টিউবওয়েল) ৪৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম (তালা) ১৪ ভোট পেয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করে জানান, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
এ নির্বাচনে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে ডা. মোকবুল হোসেন (আনারস) ৭১ ভোট ও আব্দুল মান্নান (মোটরসাইকেল) ৩৬ ভোট পান। সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে শামীমা আক্তার মুক্তা (ফুটবল) ৬২ ভোট ও হাসনা আক্তার (মাইক) ৪৫ ভোট পেয়েছেন। নন্দীগ্রাম উপজেলা ও শেরপুর উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়া জেলা পরিষদের ৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০৭ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত