বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রনি’র খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ: ২ মে ২০২১, ১৬:৩৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:১১
বগুড়ায় জেলা পরিষদের অর্থায়নে করোনায় কর্মহীন ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ৩ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা হিসেবে চালসহ ডাল, তেল, আলু. ছোলা, লবন, সেমাই, চিনি ও সাবান প্রদান করা হয়। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, করোনা মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিভিন্ন উদ্যোগে গ্রহন করেছেন। অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খাদ্য সহায়তা ও নগদ অর্থ বরাদ্দ করেছে সরকার। সকলকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, অযথা বাহিরে বের হওয়া যাবে না। আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে, এজন্য মাস্ক পড়া নিশ্চিত সহ নিয়মিত হাত ধোয়া অব্যহত রাখতে হবে। তিনি কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত