বগুড়ায় সমন্বিত খামার স্থাপন-সম্প্রসারণ ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

  হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৩০ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ০৬:৪৯

বগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় “দারিদ্র বিমোচনের লক্ষে প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা(ইনপ্যাাক্ট)-৩য় পর্যায়(১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়েগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করা হয়। প্রশিক্ষন কোর্সে উপজেলার বিভিন্ন খামারীরা অংশ গ্রহন করেন। 

মঙ্গলবার(১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা,যুব উন্নয়ন অফিসের সহকারি প্রকৌশলী (ইনপ্যাক্ট প্রকল্প)মাহফুজুল ইসলাম,সহকারি যুব উন্নয়ন অফিসার আনিছুর রহমান,সিদ্দিকুর রহমান,কমিউনিটি সুপার ভাইজার শফিকুল ইসলাম,আব্দুল আলিম প্রমুখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত