বগুড়ায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৩ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৮
বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গণের একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা। জাতির চরম ক্রান্তিকালে যাঁর কন্ঠে উচ্চারিত হয়েছিলো স্বাধীনতার ঘোষণা। অস্ত্র হাতে জীবনবাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গণে সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন। যাঁর নামের আদ্যাক্ষর নিয়ে মুক্তিযুদ্ধে গড়ে ওঠেছিল প্রথম ব্রিগেড ‘জেড ফোর্স’। একজন সংগঠক ও রণাঙ্গণের অকুতোভয় যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে যিনি অর্জন করেছেন জীবিত যোদ্ধাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ ‘বীর উত্তম’ খেতাব। এদেশের শ্রেষ্ঠ সস্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে। আওয়ামী লীগের এখন কোনো রাজনীতি নেই। তারা অস্তঃসারশূন্য একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে যখন আওয়ামী লীগ কেড়ে নিয়ে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠিত করলো- সেই শূন্যতার কাটাতে দেশপ্রেমিক মানুষদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমেই আওয়ামী লীগ পুনঃ জন্ম হয়েছিলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুজোগ করে দিয়েছিলো। তিনিই প্রথম দেশে আওয়ামী লীগের গড়া একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বুধবার বিকালে শহরের টিএমএসএস অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
এমপি সিরাজ আরো বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। যে দলের অনুসারীরা হবেন বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী,ধর্মীয় মূল্যবোধের ধারক ও বাহক। দেশপ্রেমে উজ্জীবিত সৎ ব্যক্তিত্ব ও বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণায় অনুপ্রাণিত। তিনি নিজেও এসব গুণের অধিকারী ছিলেন। জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শুরু হয় উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। রাজনীতিতে আসার আগেও এই মহান নেতার একটি ঘটনাবহুল জীবন রয়েছে। সৈনিক জীবন থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রেই তার একটি সমুজ্জ্বল ভূমিকা রয়েছে। যা জাতি কোন দিন ভুলতে পারবে না। বিএনপি প্রতিষ্ঠার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের রাজনীতিতে গণতন্ত্রের পাশাপাশি এনে দেন আমাদের জাতিসত্তার পরিচয়, বাংলাদেশী জাতীয়তাবাদের। জিয়াউর রহমানের উন্নয়ন, উৎপাদন ও গণতান্ত্রিক আদর্শ লালন করেই বিএনপি প্রতিষ্ঠার পর থেকে পাঁচ পাঁচবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে হয়রানির খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। কারণ তিনিই গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাক-ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রধান কন্ঠস্বর। পাশাপাশি দেশের যে কোন ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বগুড়াবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডাঃ মামুনুর রশিদ মিঠু, ডাঃ আজফারুল হাবিব রোজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার, এনামুল কাদির এনাম, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম,শামিমা আক্তার পলিন। শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শামিম, বগুড়া বারের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম টুকু, জেলা কৃষক দলের আহ্বায়ক আকরাম হোসেন, বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, আসিফ সিরাজ রব্বানী, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, বগুড়া জেলা ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জয়নাল আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ এস এইচ এম শাহ আলী, ড্যাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, ডাঃ আনিসুর রহমান, ডাঃ মোহাম্মদ আলী আজাদ মিলন, ডাঃ জাহিদ আক্তার, ডাঃ একেএম মইনুল হাসান, ডাঃ আ: আলীম, ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, এনামুল হক সুমন, রাজু পাইকার, শ্রমিকদলের লিটন শেখ বাঘা প্রমুখ।
এছাড়া বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে। সকাল ৯.৩০ মিনিটে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ড্যাবের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে এবং বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত