বগুড়ায় গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০১ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৪
বগুড়ার আদমদীঘি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৫৩ জন গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার গ্রাম পুলিশদের মাঝে উপজেলা চত্ত্বরে উপকরণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। ২০২২-২০২৩ অর্থ বছরে বগুড়ার জেলার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের ১০জন গ্রাম পুলিশ,ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৮জন গ্রাম পুলিশ,সান্তাহার ইউনিয়ন পরিষদের ৮জন গ্রাম পুলিশ,নশতরপুর ইউনিয়ন পরিষদের ৮জন গ্রাম পুলিশ,কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের ১০জন গ্রাম পুলিশ এবং চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ৯ জন গ্রাম পুলিশদের মাঝে প্রত্যেককে দুটি প্যান্ট, দুটি শার্ট, এক জোড়া বুট জুতা, এক জোড়া গাম বুট, বেল্ট ও নেমপ্লেট প্রদান করা হয়।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত