ফাইনালের আগে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফ্রান্স
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৭:৩১
২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে দলের সদস্যদের মধ্যে ভাইরাসের বিস্তার রোধে সতর্কতা অবলম্বন করেছে ফরাসিরা। দলটির কোচ দিদিয়ের দেশম এ তথ্য জানিয়েছেন। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি ফ্রান্সের দুই ফুটবলার দায়োত উপামেকানো ও আদ্রিয়েঁ রাবিও। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তারা। কাতারে ফাইনালি লড়াইয়ে তাদের পাওয়া ব্যাপারে আশাবাদী দেশম। তিনি জানিয়েছেন, তাদের এখন আইসোলেশনে রাখা হয়েছে।
দেশম বলেন, কিংসলে কোম্যানেরও জ্বর ছিল। ফ্রান্স শিবিরে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে সেটি কী তা জানা যায়নি। কাতারে অনেক দর্শণার্থী শ্বাস-প্রশ্বাস সমস্যায় ভুগছেন। ধারণা করা হচ্ছে, এটা ফ্লু-জাতীয় কিছু হতে পারে।
তিনি বলেন, দোহায় তাপমাত্রা সামান্য কমেছে। তবে সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত থাকতে হচ্ছে। আমাদের কয়েকজনের শরীরে ফ্লু জাতীয় কিছুর উপসর্গ দেখা দিয়েছে। তাই আমরা সতর্ক আছি। যাতে সেটা খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত