স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় পঞ্চগড়ে ছাত্রলীগের মিছিল ও সমাবেশ  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৬ মে ২০২৪, ২০:০৮ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৫

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে পঞ্চগড়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় পতাকা উত্তোলন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা ছাত্রলীগের আয়োজনে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ থেকে  একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প­াবন সহ জেলা ছাত্রলীগের নেতারা বক্তব্য প্রদান করেন।এসময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। সভায় বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরাইল আগ্রাসন চালিয়ে নিরীহ মুসলমানদের পাখির মত মারছে। তাদের ঘরবাড়িতে বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে। আল আকসা মসজিদে মুসলমানদের নামাজ পড়তে দেয়া হচ্ছেনা। সেখানকার মানুষজন ঠিকমত খাবার ও পানি পাচ্ছেনা। বর্তমান সরকার ফিলিস্তিনকে সমর্থন দিয়ে তাদের নানা ধরনের সহযোগিতা করে যাচ্ছে। অবিলম্বে ফিলিস্তিনের উপর ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসন  বন্ধে বিশ্ব নেতাদের দ্বায়িত্বশীল ভূমিকা রাখার দাবী জানান বক্তারা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত