ফসলি জমির মাটি কাটা বন্ধের দাবিতে সিরাজদিখানে কৃষকদের মানববন্ধন

  সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:১০

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার লতব্দী,বাসাইল,শেখরনগর ইউনিয়নের এলাকায় কৃষকদের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকও জমির মালিকরা। ইউনিয়নের খিদিরপুর চন্ডিবর্দ্দি এলাকায় গতকাল মঙ্গলবার তাঁরা এ কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন চলাকালে এলাকার অনেকে জানান, উপজেলার লতব্দী ইউনিয়ন ১০ বারোজন   ভূমি দস্যুর নেতৃত্বে প্রতিদিন ৫০টির বেশি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে প্রথমে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে  পরে ড্রেজার বসিয়ে ওই খান থেকে ১০০/১৫০ ফিট গর্ত করে বালু নেওয়া হচ্ছে। এভাবে এ পর্যন্ত প্রায় চার হাজার বিঘা জমির মাটি কেটে নেওয়া হয়েছে। এতে বাধা দেওয়ায় নিরীহ কৃষকদের মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্ন সময় বালু ব্যবসায়ীদের হামলার শিকারও হয়েছেন গ্রামবাসী। 

খিদিরপুর গ্রামের ফ্রান্সপ্রবাসী মিজানুর রহমান সরকার মিজান  অভিযোগ করেন, আমি ফ্রান্সে বসবাস করি,বছরে একবার দেশে আসি। আমার দুই একর তিন ফসলী জমি থেকে মাটি কেটে নিয়েছেন। তাতে তাঁর জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করেছি, আমার জমির মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে তিনি এবার জমিতে কোনো ফসল চাষ করতে পারেননি। মাটি কাটতে অনেক নিষেধ করা হলেও  ভূমি দস্যুরা তার কোন কথা শোনেননি। 

বাধা দিতে গেলে বাহিনী দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। স্থানীয় কৃষক মো: আমির হোসেন, জমির মালিক মিজানুর রহমান সরকার মিজান ও হোসেন আলী বলেন, প্রকাশ্যে দিনের বেলায় এলাকার ভূমি দস্যুরা আমার প্রায় চার শ বিঘা ফসলি জমির মাটি কেটে নিয়েছে। যেটুকু জমি আছে, তা-ও ভাঙনের ঝুঁকির মুখে। পুলিশ রাতে থাকে কিন্তু  মাটি কাটায় তারা কোন বাধা দেয় না। লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ ফজলুল হক বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। দলের নাম ভাঙিয়ে যাঁরা  প্রবাসী ও কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম (ইউএনও) বলেন, এর আগেও কৃষকদের ফসলি জমি থেকে মাটি কাটার সময় কয়েক দফা অভিযান চালিয়ে খননযন্ত্র জব্দ ও শ্রমিকদের আটক করে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত