প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে শিবগঞ্জে মানববন্ধন বিদ্যুৎ অফিস ঘেরাও  

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ৯ মে ২০২২, ১৯:২৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:২০

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবিষয়ে মহাস্থান নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) কার্যালয়ে স্মারক লিপিও দিয়েছে তারা।

সোমবার ঘণ্টাব্যাপী মহাস্থানের বাজার ও মহা সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজারো ভুক্তভোগী পরিবারের  নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে মহাস্থানগড় এলাকার সকল প্রি-পেইড মিটার খুলে নিয়ে পূর্বের মিটার প্রতিস্থাপনের দাবি জানানো হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী নেসকো অফিস ঘেরাও করে  মহাস্থান- শিবগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। একপর্যায়ে পুলিশ এসে তাদের শান্ত করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বেলাল মন্ডল, সমাজ সেবক আবু বক্কর সিদ্দিক, ফুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, খাইরুল ইসলাম পলাশ প্রমূখ৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত