প্রার্থী সমর্থনে স্বাক্ষর নেওয়া গণতন্ত্রের পরিপন্থি : ইসি আলমগীর
 অনলাইন ডেস্ক
  অনলাইন ডেস্ক
                                    
                                    প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪, ১৬:১২ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৩:০৪
 
                                        
                                    নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন মানে হেলাফেলা বা ছেলেখেলা নয়। রাষ্ট্র পরিচালনার বিষয়, স্থানীয় সরকার পরিচালনার বিষয়। সেখানে অনেক সময় নিয়ম করা হয়েছিল যেন যেকেউ চাইলেই প্রার্থী হতে না পারে। এজন্য প্রার্থী সমর্থনে স্বাক্ষর নেওয়ার বিধান করা হয়েছিল। এটা গণতন্ত্রের পরিপন্থি।
বুধবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ইসি আলমগীর।
তিনি বলেন, ‘প্রাথীকে যারা সমর্থন দেন তারা অনেক সময় নির্যাতনের শিকার হন। আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে। তাই আমরা সেটা তুলে দিয়েছি। সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরি বা মিথ্যার আশ্রয় নিতেন। প্রার্থী নিজেই ডান হাত, বাম হাত মিলিয়ে স্বাক্ষর করতো, তাই এই ধরনের আইন কেন থাকবে যা ন্যায়ের পক্ষে না। তাই তুলে দিয়েছি। এটা অন্যায় করার জন্য মানুষকে উৎসাহিত করে। আমরা এটা তুলে দিয়েছি আমাদের ক্ষমতা ছিল।’
ইসি আলমগীর বলেন, ‘সংসদ নির্বাচন থেকে সমর্থনসূচক স্বাক্ষর তুলে দিতে হলে আরপিও সংশোধন করতে হবে। এজন্য পার্লামেন্টে যেতে হবে। এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। কোনো দল থেকে প্রার্থী না দিলে স্বতন্ত্র থেকে দাঁড়াবে। এক্ষেত্রে কারোই সমর্থনসূচক স্বাক্ষর লাগবে না। জেনে বুঝে শুনে গণতন্ত্র, রাজনীতির জন্য সহায়ক সেটা করতে হবে। কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য নয়।’
তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই তৃণমূলে রাজনৈতিক নির্বাচন হয়। আমাদের এখানে সেটা আগে ছিল না। পরে এখানেও করা হয়েছিল। হয়ত ভালো দিক চিন্তা করেই করেছিল। এখন হয়ত তারা মনে করছে অপপ্রয়োগ বেশি হচ্ছে।’
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            