প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১১

পবিত্র সিলেট নগরী থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন। এর আগে ২০১৮ সালের ৩০ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে তিনি নির্বাচনি প্রচার শুরু করেছিলেন। এবারও একই মাঠে নির্বাচনি জনসভায় তিনি নৌকার পক্ষে ভোট চাইবেন। বুধবার দলীয় প্রধানের সিলেট সফর সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা মহানগর আওয়ামী লীগ। একই সঙ্গে নানা প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কষছেন দলীয় নেতাকর্মী ও সিলেটের সাধারণ মানুষ।

জানা গেছে, ২০১৮ সালে ১৮টি প্রকল্পের উদ্বোধন এবং ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শেখ হাসিনা। ১৬টি প্রকল্প বাস্তবায়ন হলেও তামাবিল ইমিগ্রেশনের তৃতীয় তলা ভবন আলোর মুখ দেখেনি। তবে সিলেট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ, বঙ্গবন্ধু আইসিটি পার্ক, ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক প্রকল্প বাড়তি হিসাবে যোগ হয়েছে। বাড়তি হিসাবে পাওয়া এসব মেগা প্রকল্পের ধীরগতি নিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা ক্ষুব্ধ।

জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী যুগান্তরকে জানান, জননেত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে সব সময়ই আন্তরিক। যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন সবগুলোই বাস্তবায়ন হয়েছে। কিন্তু অতিরিক্ত হিসাবে দেওয়া মেগা প্রকল্পগুলো নানা জটিলতায় মন্থর গতিতে চলছে। এসব জটিলতা দূর করে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি চায় সিলেটবাসী।

সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, সিলেটজুড়ে নানা উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এ মুহূর্তে আমাদের প্রধান দাবি একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও সিলেট-ঢাকা ডুয়েল গেজ রেল যোগাযোগ। ইতিমধ্যে রেলের উন্নয়নে অনুমোদন পাওয়া গেছে। প্রত্যাশা করছি- এ জনসভা থেকে প্রধানমন্ত্রী সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেবেন।

বরিশালে জনসভা ২৯ ডিসেম্বর : যুগান্তর প্রতিবেদক জানান, প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তৃতা করবেন। মঙ্গলবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, ওইদিন বেলা ৩টায় অনুষ্ঠেয় নির্বাচনি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরের দিন ৩০ ডিসেম্বর শনিবার তিনি যাবেন জন্মভূমি গোপালগঞ্জ। সেখানে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং পার্শ্ববর্তী জেলা মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় অনুষ্ঠেয় জনসভায় বক্তৃতা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে অনুষ্ঠেয় নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি বক্তৃতা করবেন তিনি।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত