"প্রত্যাশা "
প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ১১:৫৭ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৬
ওমর ফারুক
-------------------
ধনবানে কিনে বই
জ্ঞানবানে পড়ে,
মাথা ঘুরে গাড়ি তলে
বিরাগীরা মরে।।
ফলভারে নত হলে
গাছ হেলে যায়।
অধম বুঝে না তা
ভেসে খাবি খায়।।
অবুঝ বুঝে না'ক
জ্ঞানের কদর।
বই কিনে ফেলে রাখে
বাড়ে না গতর।।
আগাছা জল বিনে
যদিও বাড়ে,
কোনো কাজে লাগে না
যাবে পরপারে।।
ধনবান জ্ঞানী হলে
বই কিনে পড়ে,
সবই হবে উত্তম
যাবে জগৎ ভরে।।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত