প্রকৌশল শিক্ষার্থীদের ছত্রভঙ্গ-ধাওয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৬:৪১ |  আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশের বাধা, ধাওয়া ও টিয়ারশেল–সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হন প্রকৌশল শিক্ষার্থীরা। এতে প্রায় দেড় ঘণ্টা রমনা–শাহবাগ–কাকরাইল–মিন্ট রোড এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক সচল হয়।

বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে শাহবাগ থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে রমনা পার্ক সংলগ্ন সড়কসহ মিন্ট রোড ও কাকরাইল থেকে আসা সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ। এতে মুহূর্তেই রাজধানীর ওই এলাকাগুলোতে তীব্র যানজট দেখা দেয়।

তবে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সড়ক বিভাজক, ডাইভারসন ও কাঁটাতারের বেড়া সরিয়ে যান চলাচল সচল করে।

এ ব্যাপারে রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার শফিকুল ইসলাম বলেন, শাহবাগ মেট্রো স্টেশনের পশ্চিমে কিছু শিক্ষার্থী এখনো অবস্থান করছেন। তবে ইন্টারকন্টিনেন্টাল সিগনাল ক্লিয়ার করা হয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক। শুধু শাহবাগ থেকে কারওয়ান বাজারমুখী সড়ক বন্ধ, সেটি ডাইভারসন করা হয়েছে।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা।

তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত