প্রকাশিত 'দামালের' গান 'ঘুরঘুর পোকা'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:০০

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা 'দামালের' গান 'ঘুরঘুর পোকা' প্রকাশিত হয়েছে। সংগীত শিল্পী মমতাজ বেগমের গাওয়া গানটি সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়। 

'পরাণ' সিনেমার সফলতার পর মিম-রাজ জুটিকে আবার দেখা যাবে 'দামাল' সিনেমার পর্দায়। রায়হান রাফির পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমিসহ অনেকেই। 

স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে 'দামাল'। ফরিদুর রেজা সাগরের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। 

মুক্তিযুদ্ধ ও সে সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৮ অক্টোবর।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত