পুরান ঢাকায় অটোরিকশায় ককটেল বিস্ফোরণ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১৩:৫১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:০৯
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার রাজধানীর পুরান ঢাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়কের ওয়ানস্টার হোটেলের সামনে সিএনজিচালিত অটোরিকশাটিতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে আগুন লেগে যায় অটোরিকশাটিতে। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
তবে এঘট্নায় কোনো হতাহতের খবর দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে হরতাল শুরু আগে শনিবার রাতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীসহ ৭ জেলায় ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও।
বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন শতাধিক। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
ওই দিন সন্ধ্যায় রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। হরতালের মধ্যেও বিভিন্ন স্থানে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের কর্মসূচির সাথে মিল রেখে জামায়াতে ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন মেয়াদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে দলটি।
সব শেষ, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি। এটি ছিল তাদের পঞ্চম দফার অবরোধ কর্মসূচি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত