পাকিস্তানে ম্যাচসেরা লিটন, সিরিজ সেরা মিরাজ
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৪ | আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম টেস্ট ১০ উইকেট জিতেছিল টাইগাররা। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন লিটন কুমার দাস। আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে মিরাজের হাতে।
প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন কুমার দাস। মিরাজ ৭৮ রানে ফিরলেও লিটন তুলে নেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ১৩৮ রান। এর আগে প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে দুজনের কারোরই ব্যাটিংয়ের প্রয়োজন হয়নি।
এছাড়া বল হাতে আগুন ঝড়ানো নাহিদ রানা জিতেছেন আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এর পুরস্কার। দ্বিতীয় ইনিংসে আগ্রাসী শুরু এনে দেওয়া জাকির হাসানের হাতে উঠেছে স্ট্রাইকার অফ দ্যা ম্যাচের পুরস্কার।আর ম্যাচের সেরা বোলার হয়ে হয়েছেন পাকিস্তানের খুররম শেহজাদ। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত