পাকিস্তানের মসজিদে পুলিশের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৭
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১৩:২৪ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৩
পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্স এলাকার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ আসিম জানান, ৮৭ জনের মৃত্যু হয়েছে। আরও ৫৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী। নামাজ শুরুর কিছুক্ষণ পর সে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। ঠিক কারা এই হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পাকিস্তানের গোয়েন্দারা বলছে, হামলাকারী আফগান নাগরিক।
বিস্ফোরণে মসজিদটির ইমাম সাহিবজাদা নুর উল আমিনও নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানিয়েছেন, বিস্ফোরণের সময় সেখানে ২৬০ জনের মতো মুসল্লি ছিলেন।
এ ঘটনার পরপরই পেশোয়ারসহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত