পরিত্যাক্ত অবস্থায় শিশু উদ্ধার, ৭ দিনেও পরিচয় মেলেনি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১৯:২২ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ২৩:৫৭
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার পিছনে কে বা কাহারা ৭ মাস বয়সের এক শিশু পুত্রকে পরিত্যাক্ত অবস্থায় ফেলে চলে যায়। রেলওয়ে থানার লাশ বহনকারী এরশাদ হোসেন ওই শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে যায়। ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও ওই শিশুটির পরিচয় এখনো মেলেনি। গতকাল বুধবার বিকেলে ৯৯৯-এ ফোন দেয়ার পর পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার কাছে নিয়ে আসে।
জানা যায়, উপজেলার সান্তাহার রেলওয়ে থানার পিছনে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কে বা কাহারা আনুমানিক ৭ মাস বয়সের এক শিশু পুত্রকে ফেলে চলে যায়। ওই শিশুটির কান্না শুনতে পেয়ে রেলওয়ে থানার অস্থায়ী ভিত্তিক লাশ বহনকারী ইয়ার্ড কলোনী এলাকার বাসিন্দা এরশাদ হোসেন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঘটনাটি জানাজানির পর গতকাল বুধবার ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ এরশাদের বাড়িতে থেকে ওই শিশুটিকে উদ্ধার করে উপজলো নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর কাছে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর জিম্মায় পরিচয়হীন ওই শিশুটিকে দেখাশুনার জন্য এরশাদ হোসেনকেই দায়িত্ব দেন। শিশুটির পরিচয় পাওয়া গেলে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত