পরমাণু সমঝোতার ব্যাপারে ৪ পশ্চিমা নেতার বিভ্রান্তিকর বিবৃতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৭:৪৮ |  আপডেট  : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৮

ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা শনিবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতি প্রকাশ করে এ মন্তব্য করেছেন।

ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার প্রতি কোনো ইঙ্গিত করা হয়নি। বিবৃতিতে জো বাইডেন, বরিস জনসন, ইমানুয়েল ম্যাকরন ও অ্যাঙ্গেলা মার্কেল দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচির বিস্তার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক।

ইরান ও ইউরোপীয় ইউনিয়ন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরতে সম্মত হওয়ার দু’দিনের মাথায় এ বিবৃতি প্রকাশ করা হলো। এতে ইরানের পরমাণু কর্মসূচির বিস্তারকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করে দাবি করা হয়েছে, “আমরা এ বিষয়ে নিশ্চিত হতে চাই যে, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।”


বিশ্বের সর্বাধিক সংখ্যক পরমাণু অস্ত্রভাণ্ডারের অধিকারী এই  চার দেশের শীর্ষ নেতারা দাবি করেন, ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করার যে পদক্ষেপ নিয়েছে তার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ যখন বারবার একথা বলে আসছিল যে, ইরান পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করে যাচ্ছে তখন ২০১৮ সালের মে মাসে মার্কিন সরকার সম্পূর্ণ একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যায়। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বারবার প্রতিশ্রুতি দিয়েও পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়।বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিয়েনা সংলাপের মাধ্যমে পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও তিনি প্রকৃতপক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতিই অনুসরণ করে যাচ্ছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত