আশা জাগিয়ে রাখি - রেজাউল করিম রোমেল
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৪ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩
আশা জাগিয়ে রাখি
রেজাউল করিম রোমেল
আমি জানি তুমি আসবে না।
তারপরও কেন জানি বুকে একটি
সুপ্ত বাসনা জেগে ওঠে,-
যদি কখনো ফিরে আসো!
যদি-ও এ ভাবনাটি শুধুই
আমার একান্ত নিজস্ব ভাবনা।
আমার মনের আকাশ কুসুম কল্পনা,
যার বাস্তব কোনো ভিত্তি নেই।
জানি তুমি ফিরে আসবে না
আর কখনো।
তারপর-ও আশা জাগিয়ে রাখি
যদি কখনো ফিরে আসো…
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত