মাত্র ১৭ বছর বয়সে রেকর্ড গড়ে ‘গোল্ডেন বয়’ হলেন ইয়ামাল
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৩ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৪১
ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। মাত্র ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে গড়েছেন স্পেনের এই তারকা ফুটবলার। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।
এই পুরস্কারটি দেওয়া হয় ২১ বছরের কম বয়সী ফুটবলারদের। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। এর মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।
টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। বেশির ভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।
এমন পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বাসিত ইয়ামালে। তিনি বলেন, ‘এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মান। আমি খুব খুশি। টাট্টোস্পোর্ট ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সবাই সহযোগিতা করেছেন। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত