হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারও হামলার অভিযোগ
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১৪:০১ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে আবারও হামলা করে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দ্বিতীয় দফায় ট্রাক চাপা দিয়ে হামলার চেষ্টা করা হয় বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।
একটি গণমাধ্যমকে হাসনাত জানান, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি। শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনার বিষয়টি ‘পরিকল্পিত হামলা’ বলে সন্দেহ হাসনাত আব্দুল্লাহর।
উল্লেখ্য, গতকাল(২৭ নভেম্বর) রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ঢাকায় ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে হামলার চেষ্টা করা হয়। পরে রাতে দুজন একই ধরনের ফেসবুক পোস্ট দিয়ে বলেন,‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো- শহীদেরা মরে না।’
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত