পঞ্চগড় পিটি আইর প্রশিক্ষক স্বপন শমার্র বিরুদ্ধে ৯ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৫০ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৪

পঞ্চগড়ে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মার বিরুদ্ধে মূল বেতনের অতিরিক্ত অর্থ উত্তোলন করে আতœসাতের অভিযোগ উঠেছে।ওই অভিযোগ সূত্রের ভিত্তিতে জেলা হিসাব রক্ষক কর্মকর্তা (ডিএও) এবং পঞ্চগড় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্টের চিঠি চালাচালির মধ্যে অভিযোগের বিষয়টি কোন রকম ব্যবস্থা গ্রহন ছাড়াই থেমে আছে।অভিযোগ সূত্রে প্রকাশ প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মা তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-৩) প্রকল্পের আওতায় ২০ মার্চ ২০১৩ সালে কম্পিউটার সায়েন্সের প্রশিক্ষক হিসেবে চাকরীতে যোগদান করেন।

পরবর্তীতে ২০১৮ সালের ১ জুলাই তার চাকরী রাজস্ব খাতে স্থান্তরিত হয়। ফলে সরকারী নিয়মানুসারে মুল বেতন দাঁড়ায় ২২ হাজার টাকা। তৎঅনুসারে ২০২৫ সালের জুলাই মাসে তার বেতন গিয়ে দাঁড়ায় ৩০ হাজার ৯৯০ টাকা। অথচ সরকারী নিয়ম অনুসরন না করে তিনি তার চাকরী রাজস্ব খাতে পদায়নের পর কৌশলের আশ্রয় নিয়ে ২০১৩ সালের নিয়োগ দেখিয়ে ৩৯ হাজার ৫৭০ টাকা উত্তোলন করছেন। এতে প্রতি মাসে অতিরিক্ত বেতন তুলেছেন ৮ হাজার ৫০০ শত টাকা। যার বাৎসরিক অঙ্কে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৬০ টাকা। মোট টাকার পরিমান ৯ লাখ ৮৩ হাজার ৬৮০ টাকা।

বিষয়টি অভিযোগ আকারে ইন্সট্রাক্টর (বিজ্ঞান) মোহাম্মদ জাকির হোসেন গত ১৪ জুলাই মহাপরিদর্শক হিসাব মহানিয়ন্ত্রক ঢাকার বরাবরে প্রধান করত: অনুলিপি সুপারিনটেনডেন্টের দাখিল করেন।ওই দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে পঞ্চগড় জেলা হিসাব রক্ষক বরাবরে তার প্রয়োজনীয় কাগজপত্র ও অভিযোগ প্রেরন করেন।যার স্বারক নম্বর পিটিআই /পঞ্চ/২০২৫/১৫০ তারিখ-১৫/০৭/২০২৫ ইং।তার ধারাবাহিকতায় পিটি আই এর সুপারিনটেনডেন্টের নিকট জেলা হিসাব রক্ষক কর্মকর্তার স্বাক্ষরিত পত্র যার স্বারক নম্বর -২৮৩ তারিখ-২২/৭/২০২৫ ইং।

জেলা হিসাব রক্ষক তার পত্রে উল্লেখ করেন যে, পিইডিপি-৩ এর অধীন প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য সাকুল্য বেতনে নিয়োগপ্রাপ্ত এবং পরবর্তীতে রাজস্ব খাতে স্থান্তরিত পিটিআই এ কর্মরত জনবল প্রকল্পে যোগদানের তারিখ হতে ইনক্রিমেন্ট (বাৎসরিক বৃদ্ধি) সহ বেতন সংরক্ষন সুবিধা প্রাপ্ত হবেন। এতে পিটিআই পঞ্চগড় এর কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রে এ বিষয়ে জটিলতা দেখা দেয় তবে সুষ্পষ্ট ব্যাখা দিতে বলা হয়। তবে চিঠি চালাচালির প্রায় এক মাস অতিবাহিত হলেও জেলা হিসাব রক্ষক কর্মকর্তার নিকট পিটিআই সুপারিনটেনডেন্টে কোন রকম পত্র প্রদান কিংম্বা তার কোন রকম ব্যাখা দেননি।বিষয়টি নিশ্চিত করেন জেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবেদ হোসেন সরকার।

এছাড়াও তিনি অফিস ফাঁকি দিয়ে পঞ্চগড় পৌর এলাকার ইসলামবাগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আইসিটি বিষয়ে দুটি প্রাইভেট ব্যাচ পড়ান। প্রশিক্ষক স্বপন কুমার দেব শর্মা অভিযোগের বিষয়ে বলেন ‘ ওই প্রাইভেট পড়ানো অনেক আগেই বাদ দিয়েছি। এসময় তার বক্তব্য ভিডিও আকারে চাইলে তিনি বলেন ‘ না আপনি ক্যামেরা মোবাইল অফ রাখেন। আমি সন্ধ্যার পর দেখা করবো।’ তবে তিনি এরপর তার ফোন রিসিভ না করলেও নানা মাধ্যমে এ প্রতিনিধিকে বিষয়টি চেপে যেতে তদবির শুরু করেন।

এব্যাপারে পিটিআই সুপারিনটেনডেন্টে যুথিকা রানী দাস বলেন ‘উনি পিটিআইর নিবেদিত প্রাণ কাজেই ওনার অবহেলা আমি দেখিনি’ আর ওনার বেতন ইনক্রিমেন্ট চাকরীতে যখন যোগদান করেছেন রাজস্ব খাতে পরবর্তীতে আসেন ইনক্রিমেন্টটা বেশী নেওয়া আছে ওটা উনি ফেরত দিতে পারবেন। এখানে আতœসাতের কোন সুযোগ নাই।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত