পঞ্চগড়ে সুজনের আয়োজনে  ‘‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক’’ গোলটেবিল বৈঠক  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯ |  আপডেট  : ৬ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৯

সুশাসনের জন্য নাগরিক-সুজন’র আয়োজনে ‘‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক’’ গোলটেবিল বৈঠক ’র আলোচনা সভায় বক্তারা বলেন     সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি। ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রার্থীদের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তরা আরও বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা  বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সকল পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অত্যন্ত জরুরী।সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ-এই শ্লোগান সামনে রেখে পঞ্চগড়ে  শনিববার (৬ ডিসেম্বর) জেলা পরিষদের মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক- সুজন পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সুশাসনের জন্য জন্য নাগরিকÑ সুজনের জেলা কমিটির সাধারন সম্পাদক তবিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে জেলা কমিটির সাংগঠনিক রফিকুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেস দে,জাহাঙ্গীর আলম জীবনসহ অবসরপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী  ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত