পঞ্চগড়ে বৃষ্টি ও সরবরাহের অজুহাতে সবজির বাজার এখন চড়া  

  মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১৫:৪৭ |  আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৮

পঞ্চগড় শহরের সবজির বাজারে বেগুন ও পেঁপের দাম কিছুটা সহনীয় থাকলেও অন্য সব সবজির দামে নাভিশ্বাস মানুষের।প্রায় মাস খানেক ধরে এ অবস্থা বিরাজ করছে। বৃষ্টি ও সরবরাহের অজুহাতে সবজির বাজার এখন চড়া। হঠাৎ করেই বেড়েছে কাঁচা মরিচের দাম। তবে পেয়ঁজের দাম ৬০ থেকে ৭০ টাকা কেজিতে ওঠানামা করছে।

বেগুনের কেজি মানভেদে ২০ থেকে ৪০ টাকা ও ঠেপা বেগুন এখনো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে দেশী শিম উঠতে শুরু করেছে। কিন্তু দাম অনেক বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। করলা ৬০ টাকা থেকে ৫০ টাকা কেজি। মুলা বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৫০ টাকা। ঝিঙ্গা ও চিচিঙ্গা ৫০ টাকা থেকে ৭০ টাকা, ঢেঁঢ়ষ ৭০ থেকে ৮০ টাকা কেজি, পটল ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি।  তবে শষা বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি। 

এদিকে কয়দিন ধরে কাঁচামরিচের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। হঠাৎ করেই ১৬০ টাকার কাঁচা মরিচ এখন বিক্রি ২৮০ টাকা কেজি। চায়না টমোটো ১৬০ টাকা ও গাঁজর ১৬০ টাকা কেজি।

পঞ্চগড় সদর উপজেলার শেফালী আকতার একজন গৃহিণী স্বামী একজন ব্যবসায়ি তাকে দেখা যায়, সবজির বাজারে তার কাছে জানতে চাওয়া হয় বাজারে জিনিস পত্রের দাম কেমন বলেন, তিনি বলেন ভাই মুলা ৭০ টাকা ছিল সেটা এখন ৫০ টাকা। ঢেঁঢ়ষ ৮০ টাকা। ওটা নিতে পারিনি। কি নিবো ‘ সব সবজি ৫০ আর ৭০ টাকা কেজি। কাচাঁমরচি কয়দিন আগে ২৫০ গ্রাম ছিল ৪০ টাকা। সেই মরিচ কিনলাম ৭০ টাকায়।বাবুল নামে এক অটো চালক বলেন ভাই সবজির দাম এতো বেশি ‘কি যে অবস্থা। শুধু আলুটাই কম দাম। আর একটু কম বয়লার মুরগীর দাম।   কাঁচামরিচের যা দাম।পঞ্চগড় বাজারের সবজি ব্যবসাীয়দের সাথে কথা বলে জানা যায়, সরবরাহ কম তাই দাম বেশি। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত