পঞ্চগড়ে বিদ্যামান সার নীতিমালা বহালের দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩ | আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৮

দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন করেছেবাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পঞ্চগড় জেলা ইউনিট।সোমবার পঞ্চগড় চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়েছে।
এ সময় পঞ্চগড় জেলায় বিএফআইসির সার ডিলার রয়েছে ৪৭ জন। সংবাদ সম্মেলনে খলিলুর রহমান, নূর নবী মজুমদার, খাজিম উদ্দিনসহ জেলার অন্যান্য সার ডিলারগন উপস্থিত ছিলেন।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চেম্বারের সভাপতি শরীফ হোসেন বলেন, আমরা ডিলারগন কিছু দিন থেকে লক্ষ্য করছি যে, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ও গত ২৫/০৯/২০২৫ তারিখে কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন হাতে যাচ্ছে।
টাকে আমরা যুগ উপযোগী সিদ্ধান্ত বলে মনে করছি। কিন্তু আমরা গভীর উদ্বেগের লক্ষ করছি, ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রস্তুত করেছেন তা বিতরণ ব্যবস্থায় কখনও সুফল বয়ে আনবে না। এর কারণ হচ্ছে অবকাঠামোগত ঘাটতি পরিবহন ব্যবস্থার ঘাটতি ও আর্থিক ব্যাপারে নিরাপত্তাহীনতা বিষয়ে কথা বলা যেতে পারে।
তিনি বলেন, দীর্ঘ ত্রিশ বছর বিসিআইসি সার ডিলাররা সুনামের সহিত কৃষক পর্যায়ে সার ব্যবসা করে আসতেছে। কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ও নিরবিচ্ছিন্ন সেবার মাধ্যমে কৃষকের ফসল উৎপাদনে বলিষ্ট ভূমিকা রাখছে। এ কথা অনিবার্য যে এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনিয়ন্ত্রিত তদারকি বলিষ্ঠ ভূমিকা রাখছে। হঠাৎ করে কি এমন হলো যে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ দিতে হবে। আমরা সরকারের এ জাতীয় সিদ্ধান্তের পুর্নিবিবেচনার আবেদন করছি।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলায় বিএফআইসির সার ডিলার রয়েছে ৪৭ জন। সংবাদ সম্মেলনে খলিলুর রহমান, নূর নবী মজুমদার, খাজিম উদ্দিনসহ জেলার অন্যান্য সার ডিলারগন উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত