পঞ্চগড়ে পৃথক তিনটি ঘটনায় নারী সহ দুই বৃদ্ধার মৃত্যু  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে পৃথক  পৃথক ঘটনায়এক নারী সহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার(৮আগষ্ট)। 

স্থানীয় দেবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া এলাকার বাসিন্দা ইজিবাইক চালক অহিদুল ইসলামের স্ত্রী  হোসনে আরা (৪৮) ভোরে চার্জরত ইজিবাইকের বিদ্যুৎ লাইন সরাতে গিয়ে আকষ্কিভাবে বিদ্যুৎস্পষ্টে ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে শনাক্ত করেন।

অপরদিকে ওই এলাকার শফিকুল ইসলাস (৬০) পিাতা গোলাম রব্বানী সকাল আনুমানিক ৭ টার দিকে গোয়াল ঘর থকে গরু বের করে ধানের খড়ের পুঞ্জে নিয়ে খড় খেতে দিলে খড়ের পুঞ্জি হঠাৎ গরু সহ তার উপড়ে পড়ে যায়। এসময় তাকে দেবীগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্্ের নিলে চিকিসৎকরা তাকে মৃত ঘোষনা করেন। এছাড়া একই ইউনিয়নের উপেনচৌকি ভাজনী আহামাতুল্লাহ এলাকার মৃত আব্দুল গফফারের পূত্র মঞ্জু (৭০) টিউবওয়েলে গোসল করতে গিয়ে পা পিছলে ঘটনাস্থলে মারা যায়। ওই এলাকার ইউপি সদস্য বখতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাদের নিকট বিদ্যুত স্পষ্টে ও খড়ের পুঞ্জিতে চাপা পড়ে নিহত ঘটনার বিষয়টি জানার পর  পুলিশ  ঘটনাস্থলে যায়। অভিযোগ না থাকায় পরিবার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত